চবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫২.৩৯ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সাধারণ আসনের ফল প্রকাশ করেছে প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ‘এ’ ইউনিটে' মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছে ৫২.৩৯ শতাংশ শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন বলেন, ‘এ ইউনিটে পাসের হার ৫২.৩৯ শতাংশ। পর্যায়ক্রমে দ্রুত অন্য ইউনিটগুলোর ফল প্রকাশ করা হবে।’

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।