৫ দফা দাবিতে নোবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
৫ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঊর্ধ্বতন শিক্ষকসহ বিভাগের শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জরুরি সভা চলেছে।
আন্দোলনর শিক্ষার্থীরা জাগো নিউজকে জানান, তারা বর্তমানে ডিপার্টমেন্টে অবস্থান করছে। সভার সিদ্ধান্ত তাদের অনুকূলে না গেলে তারা পুনরায় কর্মসূচি পালন করবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোনো প্রকার নোটিশ ছাড়া ২ জন শিক্ষিকার অনুপস্থিতিতে জরুরি ও গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ আবাসিক কক্ষ থেকে বের করে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনায় অনতি বিলম্বে ক্ষমা চাওয়াপূর্বক শিক্ষিকাদের আবাসন ব্যবস্থা পূর্বস্থানে পুনর্বহাল করতে হবে, ডিপার্টমেন্টকে আগের মতো সুন্দর ও সাবলীলভাবে পরিচালনার জন্য এবং ডিপার্টমেন্টের সার্বিক উন্নয়নের স্বার্থে সহযোগী অধ্যাপক রুহুল আমিনকে ডিপার্টমেন্টের চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে।
এছাড়া ক্লাসরুম ও শিক্ষকদের রুমসহ একাডেমিক ভবন-১ এর ৫ম তলার পুরো ফ্লোর পূর্ব সিদ্ধান্ত মতে মাইক্রোবায়োলজি বিভাগকে দিতে হবে, অনতিবিলম্বে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে, ভিসি কতৃক একজন শিক্ষিকার ফোনকল রেকর্ড করে তা শিক্ষার্থীদের শোনানোর মতো ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।
সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, উল্লেখিত বিষয়ে গত রোববার থেকে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
মিজানুর রহমান/এসএস/এবিএস