ঢাবিতে এমএড সান্ধ্য কোর্সে ভর্তির দরখাস্ত আহবান
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে। বিএড (সম্মান)/বিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৪ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৫ জানুয়ারি ২০১৫ রোববার থেকে ১২ ফেব্রুয়ারি ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংক হতে ব্যাংকের সকল কার্যদিবসের নির্ধারিত সময়ে ১ হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র পূরণ করে আগামী ১২ ফেব্রুয়ারি ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত ইনস্টিটিউটের ১০৫ নং কক্ষে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি ২০১৫ শুক্রবার সকাল ১০টায় আইইআর ভবনে গঈছ পদ্ধতিতে ১ ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরএস