ধর্মঘট-হরতালে শিক্ষার্থীশূণ্য ঢাবি ক্যাম্পাস


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২১ জানুয়ারি ২০১৫

দেশে টানা ১৬দিন অবরোধে বিরুপ প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চলমান অবরোধ, হরতাল ও ধর্মঘটের কারনে হাজারো শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ক্যাম্পসটি যেন শিক্ষার্থী শূণ্য হয়ে যাচ্ছে।

এছাড়া গত ৫ জানুয়ারি রাত থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফােরণের ঘটনা ঘটছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ চলাকালীন ক্লাশ ও পরীক্ষা চালিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়া হলেও শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় জনশুন্য হয়ে পড়ছে প্রাণচাঞ্চল ক্যাম্পাসটি।

সর্বশেষ বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় জাতীয়াবাদী ছাত্রদল। ধর্মঘট সফল করতে কার্জল হল, কলা ভবন ও বানিজ্য অনুষদে মঙ্গলবার গভীর রাতে তালা লাগায় তারা। পরে বুধবার সকালে প্রশাসন তা ভেঙ্গে দেয়।

বুধবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের যানবাহনের চলাচল অন্যান্য দিনের তুলনায় অনেক কমে গেছে। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। যেকোন ধরনের নাশকতা ঠেকাতে রাখা  হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কের কারণে ক্যাম্পাসে আসেনি বাহিরের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের উল্লেখযোগ্য স্থান টিএসসি, হাকিম চত্বর, বটতলা, আমতলা, জামতলা, মল চত্বর, সবুজ চত্বর ইত্যাদি চত্বরগুলো শিক্ষার্থী শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোও বন্ধ রয়েছে।

অন্যদিকে, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে এখনো শক্ত অবস্থান অব্যহত রেখেছে সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ।

তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থা স্বাভাবিক রয়েছে দাবি করে ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ আবস্থা বজায় রাখতে যা যা করা দরকার তাই করছি। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।