মাভাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৮৪ শিক্ষার্থী


প্রকাশিত: ০১:১৮ পিএম, ২১ নভেম্বর ২০১৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮৪ জন শিক্ষার্থী।

সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ‘এ’ ইউনিটে। শেষ সময় পর্যন্ত চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বে ১৪৪ জন পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৬৫ টি আসনের জন্য ২৩ হাজার ৬৯৩ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪৯২ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২২০টি আসনের জন্য ১০ হাজার ১০৭ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসনের জন্য ৫ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

এমসিকিউ পদ্ধতিতে আগামী ১০ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েব সাইটে (www.mbstu.ac.bd ) পাওয়া যাবে।

উল্লেখ্য, গত বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনে ৬০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।