সব শিক্ষা-প্রতিষ্ঠানে রোভার স্কাউট চালু করার চেষ্টা চলছে


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৯ ডিসেম্বর ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এবং মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে রোভার স্কাউট প্রসারিত হচ্ছে। দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠানে রোভার স্কাউট চালু করার প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, রোভার স্কাউট করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে সমাজ সেবক হিসেবে গড়ে তুলতে পারে। এর ফলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নানা কল্যাণমূলক কর্মকাণ্ড জড়িত হয়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাবি রোভার স্কাউট গ্রুপের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের জন্য জীবন দেওয়ার চেয়ে মহৎ কিছু আর হতে পারে না। এর মূল মন্ত্রও তাই। এটা হচ্ছে একটি আভিজাত্যের মৃত্যু। এর থেকে গর্বের আর কিছু হতে পারে না।

ঢাবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও প্রো-উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন রোভার স্কাউটের উপদেষ্টা কে এম মোহসীন, রোভার স্কাউটের সম্পাদক এ কিউ এম মাহবুব, বাংলাদেশ রোভার স্কাউটের সভাপতি আবুল কালাম আজাদ ড. মোজ্জামেল হক। এতে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সাবেক ও বর্তমান রোভার অংশ নেয়।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।