জাবিতে কোটায় ভর্তির সাক্ষাৎকার ৫ এপ্রিল


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২২ মার্চ ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির  আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী  ৫ এপ্রিল  অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০ টায় সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার-এর বিভাগীয় অফিস কক্ষে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। রোববার বিশ্ববদ্যিালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতকারের সময় এসএসসি ও এইচএসসির নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসন হতে প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অনগ্রসর সম্প্রদায় ও দলিত সম্প্রদায়ের সনদপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।