হাবিপ্রবির নতুন উপাচার্য ড. মু. আবুল কাসেম


প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মু. আবুল কাসেমকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। ২ ফেব্রুয়ারি ২০১৭ তিনি দায়িত্ব গ্রহণ করেন।

রোববার বিকেলে গণমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রফেসর ড. মু. আবুল কাসেম ১৯৫৩ সালে লালমনিহাটের হাতীবান্ধা থানার বড়খাতা ইউনিয়নের আরাজী শেখ সুন্দর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে বিএসসি এজি (অনার্স) ডিগ্রী ও ১৯৭৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও শিক্ষক প্রশিক্ষণ বিভাগ থেকে এম এসসি (এজি এক্সস্ট এড.) ডিগ্রী লাভ করেন। ১৯৮৬ সালে তিনি যুক্তরাজ্যোর রিডিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট-এ লেকচারার এবং ১৯৮১ সালে কৃষি সম্প্রসারণ ও শিক্ষক প্রশিক্ষণ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৯৩ সালে তিনি অধ্যাপক পদে যোগদান করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।