ঢাবি উপাচার্যের স্বাক্ষর নকল : ছাত্রলীগ নেতাসহ আটক ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষর নকল করার অভিযোগে ছাত্রলীগ নেতা এবং তিন অভিভাবকসহ ৪ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
এইদিকে ঘটনার পরপরই ছাত্রলীগের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক ও সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, কাইয়ুম রহমান (অভিভাবক)। বাকী দুইজন মহিলার নাম জানা জায়নি। আটকরা বর্তমানে শাহবাগ থানায় রয়েছে বলে জানা গেছে।
এইদিকে উপাচার্যের স্বাক্ষর নকল করায় ঘটনার পরপরই ছাত্রলীগের ওই নেতাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ।
জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে ছাত্রলীগের ওই নেতা সিদ্ধার্থ প্রথম শ্রেণিতে কায়েফ রহমান শাওন-(পিতা কাইয়ুম রহমান) ও সিরাজ আহমেদ জয় (পিতা-মিরাজ আহমেদ পিন্টু) নামে দুই ছাত্রকে ভর্তি করতে উপাচার্যের সুপারিশসহ দুটি দরখাস্ত নিয়ে ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষের কাছে যান। স্বাক্ষরগুলো দেখে সন্দেহ হলে অধ্যক্ষ দুটি দরখাস্ত নিয়ে উপাচার্যের কাছে যান।
উপাচার্যের সেগুলো দেখে সন্দেহ হলে প্রক্টরকে খবর দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সহযোগিতায় শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে।
অভিভাবক সূত্রে জানা গেছে, দুই ছাত্রকে ভর্তি করিয়ে দেয়া বাবদ ছাত্রলীগের ওই নেতার সঙ্গে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চুক্তি হয়।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ জাগো নিউজকে জানান, সিদ্ধার্থ এর আগেও আমার কাছে দুই ছাত্রকে ভর্তি সুপারিশ করতে বলে কিন্তু, আমি তা করিনি।
তিনি বলেন, কারো স্বাক্ষর নকল করাতো একটা বড় ধরনের অপরাধ তার মধ্যে সে উপাচার্যের স্বাক্ষর নকল করেছে। তাই আমরা তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ জানান, ঘটনার পরপরই সিদ্ধার্থকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের ব্যানারে থেকে সে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারেনা। তাই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এমএএস/আরআই