বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আনোয়ারুল হক


প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৪ মার্চ ২০১৭
ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) নুতন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আনোয়ারুল হক শরীফ। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

অধ্যাপক শরীফ ১৯৬৪ ও ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। তিনি একই বছর ব্রাসেনসয়ের ফ্রি ইউনিভার্সিটি থেকে বিশুদ্ধ গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালের অক্টোবরে তিনি লিবিয়ার ত্রিপপিস্থ আল-ফাতাহ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালীন বাংলাদেশ কমিউনিটি স্কুল প্রতিষ্ঠা করেন। অধ্যক্ষ হিসেবে তিন বছর বিনা বেতনে দায়িত্ব  পালন করেন।

১৯৮৭ সালে অধ্যাপক শরীফ জাহাঙ্গীরগনর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জাবি শিক্ষক সমিতির সদস্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ডিনের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে এইচএসসি শিক্ষার্থীদের বর্তমান পাঠ্যক্রম প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ গণিত সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গ্র্যাজুয়েটের আজীবন সদস্য। দেশি-বিদেশি জার্নালে অধ্যাপক শরীফের ১১টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।