মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৭ এপ্রিল
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান প্রধান নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মিঞা এ ঘোষণা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ হবে ৩ এপ্রিল থেকে ৪ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ৯ এপ্রিল আর ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে এর ভোটগ্রহণ। ভোটার সংখ্যা ১৯০ জন।
এ নির্বাচনের তফসিল ঘোষণায় আরও উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো. মাকসুদুর রহমান ও মো. মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. তৌহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস