বহিরাগতদের হামলায় মাভাবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১২ এপ্রিল ২০১৭

বহিরাগতদের হামলায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২য় গেট সংলগ্ন এলাকার পরেশ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। আহত রাগিব হাসান রানা গণিত বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকার বাজার সংলগ্ন সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রানা বিশ্ববিদ্যালয় থেকে পরেশ রেস্টুরেন্টের সামনে গেলে আগে থেকেই ওঁৎপেতে থাকা দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় মাথায় ও বুকে গুরুতর যখম হয়। পরে সহপাঠীরা খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দুষ্কৃতকারীরা পৌর শহরের বাঘবাড়ি এলাকার কচির ছেলে অর্দি, তুলার ছেলে সজল ও জয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। দুষ্কৃতকারী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে, অবস্থার অবনতি হওয়ায় আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দিয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া হামলাকারীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে হামলাকারী ও তার পরিবারের সদস্যরা। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।