শিবির নেতা আটকে পুলিশের অস্বীকার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ শিবির কর্মী যায়েদ ও সুমনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করেছে বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা শিবির। কিন্তু আটকের বিষয়টি অস্বীকার করেন মহানগর গোয়েন্দা পুলিশের কমিশনার ও পুলিশের মুখপাত্র ইফতেখার আলম।
বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারি হাসান তারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, রাবি শাখা শিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিবির কর্মী যায়েদ ও সুমনকে শুক্রবার ১২টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি দল তাদের বাসা থেকে আটক করে নিয়ে যায়। কিন্তু থানায় খোঁজ নিলে তাদের গ্রেফতারের কথা অস্বীকার করে পুলিশ।
বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নেতৃবৃন্দকে কোর্টে হাজির করে আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশ কমিশনার ও মুখপাত্র ইফতেখার আলম আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, `শিবিরের বা রাজনৈতিক কোনো ব্যক্তিকে আটক করা হয়নি।`
এমজেড/আরআই