জাবিতে এফটিএফএল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে সোমবার Fast-Track Future Leader Training Program (এফটিএফএল) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ।
প্রধান অতিথির ভাষণে জাবি উপাচার্য বলেন, `নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে তথ্য-প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে। বিশ্বব্যাপী তথ্য-প্রযুক্তির যে প্রবল স্রোত বহমান তাতে অংশগ্রহণের জন্য নবীন শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে।`
সরকারের আইসিটি বিভাগের এফটিএফএলের প্রকল্প পরিচালক ও যুগ্ম-সচিব রেজাউল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন এফটিএফএলের কর্মকর্তা ফারুকউজ্জামান। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
এসএস/এমএস