বিএম কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৯ মে ২০১৫

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কবি জীবনান্দ দাস (হিন্দু হোস্টেল) ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওখানে অবস্থান করা সকল ছাত্রদের ছাত্রাবাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।  

হোস্টেলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং তা নিয়ে উত্তেজনা নিরসন না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান কলেজ অধ্যক্ষ মো.ফজলুল হক।

অধ্যক্ষ আরো জানান, কবি জীবনান্দ দাস (হিন্দু হোস্টেল) ছাত্রাবাসে আবাসিক দুই দল ছাত্রের মধ্যে সোমবার রাত ৯টায় সংঘর্ষ হয়েছিল। আহত অবস্থায় চিকিৎসার জন্য সুমন এবং মনি শঙ্করকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ঘটনার পর থেকে এ নিয়ে উত্তেজনা থাকায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন। তবে আজও উত্তেজনা থাকায় সংঘাত এড়াতে হিন্দু হোস্টেল বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি শান্ত হলে আগামীকাল ছাত্রাবাস ফের খুলে দিতে পারেন বলে জনান, অধ্যক্ষ ফজলুল হক।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।