পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ জুলাই ২০১৭

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন ভাইস চ্যান্সেলর মো. হারুন-আর-রশিদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আলী। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত জাতির পিতার ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন তারা।

পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেমিনার হলে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পরিষদের সভাপতি আ.ক.ম. মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০০ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী কৃষি কলেজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৮টি অনুষদের ৫৮টি বিভাগে মোট ৩ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যায়ন করছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।