ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২০ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃহল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার সকালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি ছাত্র হল ও ৫টি ছাত্রী হল অংশ নিচ্ছে।

এমএইচ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।