দীর্ঘ দেড় মাসের ছুটিতে ঢাবি, শুরু রোববার


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৯ জুন ২০১৫

রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি। প্রায় দেড় মাস ছুটি শেষে আগামী ২ আগস্ট ক্লাস শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক ড. নূর-ই-ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাসমূহের গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হচ্ছে ২১ জুন রোববার থেকে। গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতর ২০১৫ উপলক্ষে ২১ জুন রোববার থেকে ৩০ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে।

তবে ৩১ জুলাই ও ১ আগস্ট শুক্রবার ও শনিবার থাকায় ক্লাস শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৬ জুলাই থেকে ২৯ জুলাই ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে এবং ৩০ জুলাই থেকে যথারীতি খোলা থাকবে।

এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।