নৈশপ্রহরীকে আটকে রেখে ৪০টি কম্পিউটার চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগে ডিজিটাল ল্যাবে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নিয়ে গেছে ৪০টি কম্পিউটারের হার্ডডিস্ক, অন্যান্য সরঞ্জামাদিসহ মূল্যবান তথ্য।

হাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার জানান, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে চোরেরা বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ভবনের চতুর্থ তলায় উঠে।

সেখানে তারা নৈশপ্রহরী আনসার সদস্য মাসুদ রানাকে একটি ঘরে আটকিয়ে রেখে পরিসংখ্যান বিভাগের আধুনিক ডিজিটাল ল্যাবের ৩৯টি কম্পিউটারের হার্ডডিস্ক, প্রসেসর, র‌্যামসহ অন্যান্য যন্ত্রপাতি নিয়ে যায়।

এছাড়া তারা পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে সেখানকার আরও একটি কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে যায়। এ সময় তারা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ডিভিআর রেকর্ডিং যন্ত্রটি খুলে নিয়ে যায়। সকালে আনসার সদস্য মাসুদ রানাকে ঘরে আটকানো অবস্থায় উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. উত্তম কুমার মজুমদার জানান, হ্যাকেপ প্রকল্পের অর্থায়নে এ আধুনিক ডিজিটাল ল্যাবটি স্থাপন করা হয়। কম্পিউটারে মূল্যবান তথ্য ছিল। যা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মূল্যবান তথ্য চুরি করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত হয়েছে। চুরি যাওয়া সরঞ্জামাদির মূল্য আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।