৭ কলেজের ‘সি’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের (সি ইউনিট) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) এই ফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ১৮ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯৯ জন পাস করেছেন। পাশের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। পরীক্ষার বিস্তারিত ফলাফল www.7collegedu.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

গত ১৫ নভেম্বর (শুক্রবার) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধিভুক্ত সাত কলেজ মিলে এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ৫ হাজার ২১০টি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত কলেজের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল (উত্তরপত্র) পুর্নমূল্যায়নের জন্য কোনো প্রর্থী আগ্রহী হলে এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে প্রবেশপত্রের ফটোকপিসহ বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন বরাবর আগামী ২৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

নাহিদ হাসান/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।