প্রেমিকার সামনে কান ধরার শাস্তি, প্রেমিকের আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের পর আত্মহত্যার চেষ্টার ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ অনুজ বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জিকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি আগামী দুদিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। বুধবার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান দুর্জয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজম্যান্ট বিভাগের দ্বতীয় বর্ষের ছাত্র মিয়া সোহেলকে ডেকে পাঠায়।

সোহেল তার সঙ্গে দেখা করার পর স্ট্যাটাসের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে ক্ষমা চায় এবং পোস্টটি ডিলিট করার কথা জানালেও তার কথা না শুনে দুর্জয় তার কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহেলকে মারধর করে। এসময় দুর্জয় সোহেলকে তার গালফ্রেন্ডের সামনে কান ধরিয়ে হাঁটায়।

এ অপমান সইতে না পেরে সোহেল আত্মহত্যার চেষ্টা করে এবং রাতে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সোহেল সকালে বিশ্ববিদ্যালয়ে যায়।

হামলার বিষয়ে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, লিখিত অভিযোগ আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিজানুর রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।