কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ এএম, ০৪ নভেম্বর ২০১৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- এর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। ৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের তিনদিন আগেই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.kuet.ac.bd/ www.admission.kuet.ac.bd- এই ঠিকানায় ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নির্ধারিত সময়ের তিন দিন আগে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ‌‌‌ানিয়েছেন।

উল্লেখ্য, কুয়েটে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১১টি বিভাগে ৮১৫ আসনের বিপরীতে ৭ হাজার ৯৪২ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। এর মধ্যে ৬ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল শতকরা ৮৪ ভাগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।