করোনায় টিএসসির সাবেক পরিচালক আলমগীরের মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:০৪ এএম, ২৪ নভেম্বর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন (৭০)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

তিনি জানান, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয়। গত পরশুদিন তিনি করোনা পজিটিভ হন। আজকে তাকে পপুলার হাসপাতালে নেয়ার সেখানেও তিনি আরেকবার হার্ট অ্যাটাক করেন।

তার মৃত্যু আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তার মৃত্যুতে আমরা একজন সদা হাস্যজ্জল ও পরোপকারী ব্যক্তি হারালাম। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি, যোগ করেন তিনি।

প্রসঙ্গত, টিএসসির পরিচালক ছাড়াও আলমগীর হোসেন মুক্তিযোদ্ধা কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কাউন্সিলর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেষ্ঠ্য সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং একাধারে দুইবারের সাবেক সভাপতি ছিলেন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।