করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারুফ হোসেন মিনা নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের (৪৪তম ব্যাচ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারুফ বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র ছিলেন।

তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মারুফ পরিবারের বড় ছেলে।

মারুফের সহপাঠীরা জানান, প্রচণ্ড পেট ব্যাথা ও জ্বরের কারণে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে মারুফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকেলে তাকে বোনের বাসায় পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা পজিটিভ আসে। সেদিন রাতেই তার মৃত্যু হয়।

ফারুক হোসাইন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।