সস্ত্রীক করোনায় আক্রান্ত ইবি ছাত্র উপদেষ্টা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ভিসি স্যারের নির্দেশ মোতাবেক আমরা সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ রাখছি। চিকিৎসাসহ যাবতীয় সহযোগীতা করছি। ভিসি স্যারও তার চিকিৎসকের সঙ্গে কথা বলে খোঁজ-খবর রাখছেন।'

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন জানান, ‘গত ১০ থেকে ১৫ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশিতে ভুগছিলেন ড. সাইদুর রহমান। গতকাল (মঙ্গলবার) কুষ্টিয়া সদর হাসপাতালে তার করোনা টেস্ট করা হয়। আজ (বুধবার) সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।’

এছাড়া অক্সিজেন লেভেল কমে যাওয়ায় মুখে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। আরো ২ তেকে ৩ দিন এটি রাখা লাগবে। তিনি বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন, নেবুলাইজারসহ যাবতীয় চিকিৎসা নিচ্ছেন।

রায়হান মাহবুব/ আরএইচ/এএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।