শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে সমর্থন থাকবে : শাবিপ্রবি ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে ছাত্রলীগের সমর্থন থাকবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে শাখা ছাত্রলীগের অবস্থান জানতে চাইলে বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাগো নিউজকে তিনি এ কথা বলেন।

রুহুল আমিন বলেন, ‘আমরা সরকারের বাইরে না। আমরা শেখ হাসিনার লোক। শেখ হাসিনার রাজনীতি করি। ছাত্রলীগের রাজনীতি শিক্ষার্থীদের পাশে থাকা। সরকার সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যে সিদ্ধান্ত দেবে তা বাস্তবায়ন করা, সমর্থন করা, সাধারণ শিক্ষার্থীদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের অহিংস আন্দোলনে আমাদের সমর্থন থাকবে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খল পরিবেশ তৈরি ছাত্রলীগ পছন্দ করে না। শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন সদয় হওয়া উচিত, তেমনি প্রশাসনের প্রতিও শিক্ষার্থীদের সদয় হওয়া উচিত।’

মোয়াজ্জেম আফরান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।