করোনাক্রান্ত হয়ে চবির সাবেক শিক্ষকের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির মারা গেছেন।
বৃহস্পতিবার লাইফ সাপোর্টে থাকার পর রাতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ওই শিক্ষকের ভাগ্নে চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম।
তিনি বলেন, গত প্রায় ১০ দিন ধরে করোনা আক্রান্ত ছিলেন আমার বড় মামা। মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার লাইফ সাপোর্টে নেয়ার পর রাতে মারা যান।
শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
এএইচ/এএসএম