‘শিক্ষাব্যবস্থাকে ধ্বংস না করে বিশ্ববিদ্যালয় খুলে দিন’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:০৩ পিএম, ২৯ মে ২০২১

বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শনিবার (২৯ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে তারা এমন দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে সবকিছু চলছে, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেবেন না। অনলাইনে নামমাত্র ক্লাস হলেও তা কার্যকর নয়, গত ৪ মাস ধরে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে না।’

তারা বলেন, ‘আকাশপথ, নৌপথ, হাট-বাজারসহ দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে কোনো বাধা-বিঘ্ন ছাড়াই। গার্মেন্টস, শপিংমল সবকিছু খোলা রয়েছে, সেখানে করোনা নেই, করোনা শুধু বিশ্ববিদ্যালয়ে? একটি জাতির ভাগ্য নির্ধারণ হয়ে থাকে শ্রেণীকক্ষে, কিন্তু জাতির ভাগ্য নির্ধারণ নিয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা নেই।’

তারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সময়ে ভিডিও গেমসে ও মাদকে আসক্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। অনেক ছাত্রী বাল্যবিয়ের শিকার হচ্ছেন। সরকার ও উপাচার্যের প্রতি আমাদের আহ্বান হলো, অনাবাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলে দিন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরকে ভাববেন না।’

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।