করোনা উপসর্গ নিয়ে চবির ডাইনিং স্টাফের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের ডাইনিং স্টাফ মো. শফি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (৩১ মে) দুপুর ১টায় হাটহাজারীর আলিফ হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মারা যাওয়ার খবর পেয়েছি। তবে করোনা উপসর্গ ছিলো কি না সেটা জানতে পারিনি।

মো. শফির প্রতিবেশী মো. এরশাদ জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরে জ্বর, কাঁশি ছিল শফির। তবে করোনা পরীক্ষা করা হয়নি। তার বাসা বখতিয়ার ফকির বাড়ি এলাকায়। আজ রাত ৯টায় মদন ফকির মাজারে তার জানাজা অনুষ্ঠিত হবে।

রোকনুজ্জামান/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।