টিকার জন্য অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে শাবিপ্রবি প্রশাসন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সব বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্যে শাবিপ্রবির সব বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বরসহ তালিকা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সফট কপি ও হার্ড কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তবে ইতোমধ্যে যে সব বিভাগ থেকে তালিকা পাঠানো হয়েছে তাদের আর পাঠানোর প্রয়োজন নেই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমে আবাসিক শিক্ষার্থীদের টিকার তথ্য নেয়া হয়েছিল। এখন সব অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নেয়া হচ্ছে। তবে আবাসিক শিক্ষার্থীদের যারা বাদ পড়েছে তাদের বিষয়ে কোনো নির্দেশনা এখনও আসেনি বলে জানান তিনি।
মোয়াজ্জেম আফরান/আরএইচ/এমএস