গান গেয়ে করোনা রোগীদের মনোবল বাড়াচ্ছেন জবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৯ জুলাই ২০২১

দেশে করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে দিন-রাত লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তাদের কষ্টের পাশাপাশি বেড়েছে রোগী ও মৃত্যুর সংখ্যা।

এই অবস্থায় চিকিৎসক-নার্স ও রোগীদের মনোবল বাড়াতে হাসপাতালে গিয়ে গান শোনালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিল্পী ফতেহ আলী খান আকাশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর পান্থপথে অবস্থিত হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে গিয়ে তিনি গান করেন। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিরাপদ দূরত্ব বজায় রেখে ফতেহ আলী খান আকাশের পিছনে দাঁড়িয়ে আছেন। আর সামনে রোগীরা বসে গান শুনছেন মনোযোগ দিয়ে।

এ বিষয়ে ফতেহ আলী খান আকাশ বলেন, ‘আমি মনে করি চিকিৎসার পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য যেটা দরকার সেটা হলো বিনোদন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের মানসিক অবস্থার উন্নতির জন্য ঝুঁকি নিয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মনোবল বা সাহস বাড়ানোর জন্য এমন আয়োজন করে এবং আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই যাব।’

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।