১১ ফেব্রুয়ারি জবিতে গাইবেন জেমস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
মাহফুজ আনাম জেমস/ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে আসবেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজহার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকের উপস্থিতে পুনর্মিলনী আয়োজক উপ-কমিটি গঠন কর হয়।

কমিটিতে শেখ মোহাম্মদ আজহারকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করা হয়। এছাড়া কমিটিতে ১০ জনকে করা হয়েছে সদস্য। আগামী ৭ জানুয়ারি থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হবে।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।