শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ক্যাম্পাসে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১১ ফেব্রুয়ুরি) সকাল ৮টার ফ্লাইটে শাবিপ্রবির উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড. জাফর ইকবাল স্যার ফোনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শুক্রবার ক্যাম্পাসে আসবেন। কোথায় আলোচনা হবে সে বিষয়ে অভিমত জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা জরুরি সাধারণ সভা শেষে সিদ্ধান্ত জানাবো। তবে আমরা অবশ্যই ক্যাম্পাসেই আলোচনায় বসতে চাই।

মোয়াজ্জেম আফরান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।