জবিতে কোটায় ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ২৪ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোটায় ভর্তির জন্য দ্বিতীয় মেধাতালিকা আগামী ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় ভর্তি হতে দ্বিতীয় মেধাতালিকা আগামী ২৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ভর্তি ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র মনোনয়নপ্রাপ্ত বিভাগে ২৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চের মধ্যে মনোনীত বিভাগে জমা দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

রায়হান আহমেদ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।