ঢাবিতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রকাশিত: ০২:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০১৬

‘গ্যাস ক্রমোটোগ্রাফি কুয়ানটিফিকেশন অ্যান্ড কোয়ালিটি এশিউরেন্স’ শীর্ষক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে শুরু হয়েছে।

এশিয়ান নেটওয়ার্ক অব রিসার্চ অন ফুড অ্যান্ড এনভায়রনমেন্ট কন্টামিন্যান্টস (এএনএফইসি) এবং নেটওয়ার্ক অব ইন্সট্রুমেন্ট টেকনিক্যাল পারসোনেল অ্যান্ড ইউজার সায়েন্টিস্টস অব বাংলাদেশের (এনআইটিইউবি) যৌথ উদ্যোগে এ কর্মশালা শুরু হয়।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং এনআইটিইউবি-এর সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম মসিহুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এনআইটিইউবি-এর সাধারণ সম্পাদক এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. আলতাফ হোসেন স্বাগত বক্তব্য দেন।

এএনএফইসি-এর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নীলুফার নাহার ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ, কম্বোডিয়া এবং লাউসের ১৪ জন তরুণ শিক্ষক ও গবেষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।