নোবিপ্রবি শিক্ষার্থী আতিকের মৃত্যু নিয়ে গুজব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নোবিপ্রবি
প্রকাশিত: ১০:১২ এএম, ২০ জুন ২০২২
আতিকুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান মারা যাননি। রোববার (১৯ জুন) আতিকুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নাপিত্তছড়ায় ঝরনায় পড়ে তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে।

আতিকুর রহমান বলেন, আমি বেঁচে আছি। মিরসরাইয়ের নাপিত্তাছড়ায় একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয়ে আমার আইডি কার্ড দেখানো হচ্ছে। বিষয়টি বিভ্রান্তিকর এবং আমি বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, আমার বিপক্ষে অপপ্রচার চালানোর জন্য এ তথ্য ছড়াতে পারে। এরজন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছি। বেশকিছুদিন আগে ঘুরতে গিয়ে আমার আইডি কার্ডটি হারানো যায়। এ ঘটনায় থানায় আমি একটি জিডি করি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।