গবেষণায় এআইপি সম্মাননা পেলেন বাকৃবি উপাচার্য লুৎফুল হাসান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বাকৃবি
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২২
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কাছ থেকে পদক নিচ্ছেন উপাচার্য লুৎফুল হাসান

কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃষি উদ্ভাবন জাত ও প্রযুক্তিতে এআইপি (এগ্রিকালচারাল ইম্পরট্যান্ট পারসন) হিসেবে নির্বাচিত হয়ে পদক নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য এবং জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান। তিনি গত বছর লবণাক্ততাসহিষ্ণু তিনটি সরিষার জাত এবং বাউধান-৩ উদ্ভাবনের জন্য এ সম্মাননা পেয়েছেন।

বুধবার (২৭ জুলাই) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার হাতে এ পদক তুলে দেন।

স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, কৃষি গবেষণার জন্য প্রাপ্ত এ স্বীকৃতিতে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। এ অর্জন আসলে আমার একার না এটি বাকৃবি পরিবারের সবার। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে যথোপযুক্ত প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের মাঝে তা সম্প্রসারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে দেশ আজ ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে অসামান্য সাফল্য লাভ করতে পেরেছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।