ঢাকা কলেজে ‘নো মাস্ক নো সার্ভিস’

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ আগস্ট ২০২২

ঢাকা কলেজে ‘নো মাস্ক নো সার্ভিস’ ঘোষণা করা হয়েছে ৷ সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম যথাসম্ভব বর্জন করতে বলা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ধর্মীয় প্রার্থনার স্থানগুলোতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা; জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করাতে হবে।

স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের বিষয়ে মসজিদে জুমার নামাজের খুতবায় ইমাম সবাইকে সচেতন করবেন বলেও জানানো হয়।

স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা ঢাকা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সকলকে মানতে হবে বলেও উল্লেখ করা হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জগো নিউজকে বলেন, ক্লাস চলাকালীন শিক্ষকদের দিয়ে আমরা মোটিভেশনাল বক্তব্য দেওয়াবো যাতে শিক্ষার্থীরা সচেতন হয়, মাস্ক পরতে উদ্বুদ্ধ হয়। কোভিড কমছে এ জন্য এটাকে অবহেলা করা উচিত নয়, যে কোনো সময় আবার বাড়তে পারে ৷ আবাসিক শিক্ষার্থীদের জন্যও এই নির্দেশনা মানতে হবে।

নাহিদ হাসান/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।