ষড়যন্ত্রকারীরা এখনো নিঃশেষ হয়ে যায়নি: বাহাউদ্দীন নাসিম

দেশ থেকে ষড়যন্ত্রকারীরা এখনো নিঃশেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দীন নাসিম বলেন, আমাদের শোককে শক্তিতে পরিণত করতে হবে। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। এমনকি তাকে হত্যার পরে কার্যকর প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতেও আমরা ব্যর্থ হয়েছি। তখন খুনিদের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে তোলার জন্য সাহসী নেতার অভাব ছিল। সেই ব্যর্থতার দায় নিয়েই শেখ হাসিনা বাংলাদেশে এসে এদেশকে সমৃদ্ধ করেছেন।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের রক্তবীজ নিঃশেষ হয়ে যায়নি। তাদের উত্তরাধিকারীরা বাংলাদেশকে আইএস, তালেবান বানাতে চায়। এরা নারীর ক্ষমতায়ন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে চায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ন, শেকৃবি কোষাধ্যক্ষ কৃষিবিদ অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন প্রমুখ।
এমআরআর/এএসএম