খুবিতে নির্মিত হচ্ছে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০২ নভেম্বর ২০২২

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

জানা যায়, বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা। চলতি অর্থবছরের মধ্যেই এ নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরে উপাচার্য নির্মাণাধীন সুলতানা কামাল জিমনেশিয়াম ও দশতলা জয়বাংলা একাডেমিক ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।