প্রথম ধাপের ভর্তি শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮১ শতাংশ আসনই ফাঁকা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১২ নভেম্বর ২০২২
ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ হাজার ১০৯ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ২০২ শিক্ষার্থী, যা মোট আসনের ১৮ দশমিক ২১ শতাংশ।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ১২৮, ‘বি’ ইউনিটে ৩৫ এবং ‘সি’ ইউনিটে ৩৯ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রথম মেধা তালিকা থেকে ভর্তির জন্য নির্ধারিত সময়সীমা শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় শেষ হয়। এসময় শেষে কেবল ২০২ শিক্ষার্থী ভর্তি হন।

এছাড়া স্থাপত্য ডিসিপ্লিন এবং চারুকলা স্কুলে ভর্তির জন্য যেসব শিক্ষার্থী সম্প্রতি অঙ্কন পরীক্ষায় অংশ নিয়েছেন ফলাফলের ভিত্তিতে তাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, প্রথম মেধা তালিকার ভর্তি আজ শেষ হয়েছে। খালি আসনে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা শিগগির প্রকাশ করা হবে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।