নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গবেষণার জন্য অনুদান পাচ্ছেন ১১ শিক্ষক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ জন শিক্ষক ২০২২-২৩ অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। মনোনীত শিক্ষকরা তাদের প্রকল্প অনুযায়ী সর্বোচ্চ দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যুৎ চন্দ্র আইচের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে এ বছর ৬৮২টি গবেষণা প্রকল্পের জন্য যৌথভাবে নির্বাচিত এক হাজার ৩৬৪ জন গবেষকের তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে মূল্যায়ন করার জন্য নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকদের সমন্বয়ে গঠিত পিয়ার রিভিউ কমিটির মাধ্যমে গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা প্রস্তাবসমূহ যাচাই-বাছাইপূর্বক বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়।
পিয়ার রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ছয়টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়। এ ছয় ক্যাটাগরিতে প্রতিটি গবেষণার জন্য মন্ত্রণালয় থেকে দুই থেকে পাঁচ লাখ টাকা করে পাবেন শিক্ষকরা।
নোবিপ্রবি থেকে অনুদান পাওয়া শিক্ষকরা হলেন, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। ফার্মেসি বিভাগ থেকে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এপ্লাইড ম্যাথম্যাটিকস বিভাগ থেকে অধ্যাপক ড. মো. হানিফ। ফিশারিজ অ্যান্ড মেরিন সাইন্স বিভাগ থেকে অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. দেবাশীষ সাহা, সহযোগী অধ্যাপক ড. মো. রাকেবুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. শ্যামল কুমার পাল।
এছাড়া বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মুহিনুজ্জামান। ওশেনোগ্রাফি বিভাগ থেকে সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান মনোনীত হয়েছেন ।
জেএস/জিকেএস