কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা হলে শিক্ষার্থীর গায়ে হলুদ, আনন্দে ভাসছে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ নভেম্বর ২০২২

শীতের সন্ধ্যায় শিক্ষার্থীরা শীতের জামা পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে থাকেন। কিন্তু বুধবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে দেখা গেলো এক অন্যরকম আয়োজনের।

বুধবার (১৬ নভেম্বর) শেখ হাসিনা হলে একদল তরুণ শিক্ষার্থী মেতেছে গায়ে হলুদের আয়োজনে।

জানা গেছে, শেখ হাসিনা হলের গণিত বিভাগের শিক্ষার্থী নাইমুন নাহার লিলির বিয়ে উপলক্ষে এই গায়ে হলুদের আয়োজন করেন হলের সিনিয়র-জুনিয়রা।

এ সাদামাটা আয়োজনে অংশ নেন লিলির ছোট দুই বোন, বান্ধবী ও হলের সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা। গায়ে হলুদের পুরো আয়োজনটি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই।

এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা পরিসংখ্যান বিভাগের কানিজ ফাতেমা বলেন, প্রতিটি মেয়ের একটা স্বপ্ন থাকে জাঁকজমকপূর্ণ গায়ে হলুদ হবে। সেটা আমরা করতে পেরেছি। হলের এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারব সেটা আমরা কল্পনা করতে পারিনি। আমরা সিনিয়র-জুনিয়র সবাই মিলে অনুষ্ঠানে অংশ নিয়েছি। এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে।

এই নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী মারিয়া রহমান শারমিন বলেন, শেখ হাসিনা হলের পরিবারে এই প্রথম কারও হলুদ, তাও আমার নিজের ডিপার্টমেন্টের। এটা আসলেই অনেক আনন্দের। হলের আপুরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করা যেন এক অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল সবাই একই পরিবারের সদস্য।

হলুদ কন্যা নাইমুন নাহার লিলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি তো ভাবতে পারিনি। আমার হলের আপু ও ছোট বোনরা আমাকে এমন একটা দিন উপহার দেবেন। আমার অনেকদিনের স্বপ্ন ছিল এমন একটা অনুষ্ঠান আয়োজন করা। সেটা পূরণ হয়েছে তাই আমি অনেক আনন্দিত।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।