শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর: শাবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৭ নভেম্বর ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইন্ট্রোডাকশন টু আউটকাম বেইজড অ্যাডুকেশন: হ্যান্ডস্ অন ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, আমাদের মনে রাখতে হবে ভাল বীজে ভাল ফসল হয়। শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল কারিগর। তাই তাদের সঠিক প্রশিক্ষণ প্রয়োজন। সারা বিশ্বের মত এ বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেজড অ্যাডুকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। অচিরেই এর সুফল বিশ্ববিদ্যালয় পাবে।

এসময় রিসোর্সপারসন ছিলেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম ।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নাঈম আহমদ শুভ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।