প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতার্তদের দুই সহস্রাধিক কম্বল দিলো ছাত্রলীগ
৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে দুই সহস্রাধিক কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা শেষে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আমি ছাত্রলীগকে তাদের কর্মের জন্য ভালোবাসি। যখন কৃষকের ধান কাটার লোক থাকে না তখন ছাত্রলীগ তাদের ধান কেটে দেয়। দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। করোনার সময় মানুষের মধ্যে অক্সিজেন নিয়ে সেবা দেয়। বিগত কয়েক বছরে ছাত্রলীগ যেভাবে সব দুর্যোগ দুর্বিপাকে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছে, যেভাবে নিজেদের সুসংগঠিত করে শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হতে পেরেছে ঠিক সেভাবেই আগামী দিনেও ছাত্রলীগ যেন মানুষের পাশে দাঁড়ায়।
এসময় তিনি দেশব্যাপী দুঃস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য ছাত্রলীগকে আরও ৫ হাজার কম্বল অনুমোদন দেওয়ার কথা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশ একটা সময় অলীক কল্পনা হলেও এখন তা বাস্তব। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। তাই বঙ্গবন্ধু কন্যার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য ছাত্রলীগের প্রতি তিনি আহ্বান জানান।
সভায় আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ছাত্রলীগের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও ছাত্রলীগকে সব দুর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। এরই মধ্যে ৫ কোটি শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে। আমরা স্মার্ট ক্যাম্পাসও স্মার্ট শিক্ষাব্যবস্থার কথা বলছি। শিক্ষার্থীদের সমস্যা ও সংকটে আমরা পাশে থাকবো।
তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রসমাজের প্রতি আমাদের আহ্বান, আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা বাস্তবায়ন করবো।
জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু রাজধানীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী সব ইউনিট নিজেদের মতো করে নানা কর্মসূচি পালন করেছে।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শীতার্তদের শীতবস্ত্র বিতরণের কথা জানান ইনান।
আল-সাদী ভূঁইয়া/এমআইএইচএস/জিকেএস