শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ চত্বরে কেক কাটার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এজন্য ছাত্রলীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত লাখো নেতাকর্মী কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে স্মার্ট সিটিজেন তৈরির যে অভূতপূর্ব সাফল্য তার জন্য কাজ করবে ছাত্রলীগ।

jagonews24

তিনি আরও বলেন, আজকে ছাত্রলীগের প্লাটিনাম জুবিলি (৭৫তম বার্ষিকী)। আজ ছাত্রলীগের সব নেতাকর্মীদের খুশির দিন, কারণ বঙ্গবন্ধু নিজ হাতে এইদিনে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যে ছাত্রলীগ নামে সংগঠনের বীজ বপন করেছিলেন তা আজ শতশত শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠনে রূপ নিয়েছে এবং নিজ গৌরবে মাথা উঁচু করেছে। বাংলাদেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন, ছাত্রদের অধিকার আন্দোলন এবং দেশের যেকোনো ক্রান্তিলগ্নে জনগণের পাশে ভ্যানগার্ড হিসেবে থেকেছে ছাত্রলীগ।

jagonews24

তিনি আরও বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর ভিশন-৪১ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ অগ্র সৈনিক হিসেবে কাজ করবে।

এর আগে সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেকৃবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।