বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন আজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতির কার্যকরী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ (বুধবার)। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া দ্বিতীয় তলায় হবে ভোটগ্রহণ।
এবারের নির্বাচন দুই প্যানেলে হবে। নীল দল সমর্থিত ষোলো জন প্রার্থী। নীল দলের বিপক্ষে লড়বেন প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আটজন।
এ নির্বাচনের মোট ভোটার ১৮৭ জন।
আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন বুধবার
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক এবং সহযোগী কমিশনার হিসেবে থাকবেন মো. সাখাওয়াত হোসেন ও মো. জাকিউর রহমান।
নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে দশটি কার্যকরী সদস্য পদের জন্য ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ১২ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এ তিন পদের প্রার্থীকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: শিক্ষক প্রশিক্ষণের টাকা কম দেওয়ায় হুলুস্থুল
নীল দলের সভাপতি নিতাই কুমার ঘোষ বলেন, অনলাইন, অফলাইনে সব ভোটারের কাছে আমাদের প্রার্থীর পক্ষে প্রচার করেছি। আশা করি বিজয়ের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার ওমর ফারুক জাগো নিউজকে বলেন, এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ। আশা রাখি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেএস/এমএস