শীতার্তদের সহায়তার বার্তায় শেষ হলো ইবির ‘হিম উৎসব’
কেউ খাচ্ছে পায়েস, কেউবা পিঠা কিংবা হালিম। আবার কেউ খেলছেন গ্রামীণ খেলা লাটিম কেউবা ব্যস্ত ছবি তুলতে। একটু পাশে নজর দিতেই দেখা গেলো কয়েকজন জটলা বেঁধে গান গাচ্ছেন। এমন নানান দৃশ্যের দেখা মিললো ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল পুকুর পাড় সংলগ্ন ‘বুনন চত্বরে’।
বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠন বুননের আয়োজনে ‘হিম উৎসব’ উপলক্ষেই এই নানান আয়োজন। শনিবার থেকে শুরু হওয়া এ উৎসব শিক্ষার্থীদের মাঝে অসহায় মানুষের প্রতি সহমর্মিতার বার্তা দিয়ে শেষ হচ্ছে আজ সোমবার।
জানা যায়, শীতার্ত ও অসহায় মানুষের সহযোগিতার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ উৎসবের আয়োজন করে ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সংগঠন বুনন। উৎসবে রয়েছে পিঠাপুলি, আলোকচিত্র প্রদর্শনী, উড়োচিঠি, দোলনা, কুঁড়েঘর, সাংস্কৃতিক আড্ডা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা লাটিম, মারবেল, বল নিক্ষেপসহ আরো বেশ কিছু আয়োজন।
উৎসব উপলক্ষে বুনন চত্বরে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া জানান, বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন সত্যিই চমকপ্রদ। এখানে লোকজ ঐতিহ্য ও সংষ্কৃতির দারুণ সম্মিলন ঘটেছে।
হিম উৎসবে বুননের সঙ্গী ছিলো এএনএইচ গ্রুপের পণ্য ‘রে গ্লিসারিন’। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেছ হানিফ টলিন বলেন, আমরা সবসময়ই দেশি পণ্য ও সংষ্কৃতির প্রচার ও প্রসার নিয়ে আগ্রহী। বুননের এ সুন্দর আয়োজনে পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
বুননের সভাপতি মাহদী হাসান বলেন, বুনন সবসময় মানবতার কল্যাণে কাজ করে। যেকোনো ইভেন্ট থেকে প্রাপ্ত অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকে। এ উৎসবের অর্থ শীতার্ত ও দরিদ্র শিশুদের কল্যাণেই ব্যয় করা হবে।
রুমি নোমান/এফএ/এএসএম