দেশে জিডিপি ও মাথাপিছু আয় বৃদ্ধি তথ্যপ্রযুক্তির ফসল: ড. জহিরুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাবিপ্রবি
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

দেশে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ নানা সংকট থাকা সত্ত্বেও জিডিপি এবং মাথাপিছু আয় বৃদ্ধি তথ্যপ্রযুক্তির ফসল বলে মন্তব্য করেছেন মেট্র্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের দ্বিতীয় তলায় তিন দিনব্যাপী ‘অরবিট্যাক্স সাস্ট এসডব্লিউই টেকনোভেন্ট’-২০২৩ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে সাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির সভাপতি ও প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক ড. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. ফরহাদ রাব্বী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রোগ্রামের যুগ্ম-আহ্বায়ক আইআইসিটির সহকারী অধ্যাপক সায়মা সুলতানা চৌধুরী, সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব, প্রভাষক মোহাম্মদ রায়হান উল্লাহ ও প্রভাষক পার্থপ্রতীম পাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. জহিরুল হক বলেন, কোভিডকালীন অনেক দেশের জিডিপি প্রবৃদ্ধি বন্ধ ছিল, অনেক দেশে মাইনাসেও চলে গেছে। অথচ যে কয়েকটি দেশে জিডিপি ক্রমবর্ধমান ছিল তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

তিনি বলেন, বাংলাদেশে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ অনেক সংকট রয়েছে। তারপরও জিডিপির যে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং যে হারে আমাদের মাথাপিছু আয় বাড়ছে এটার পেছনে তথ্যপ্রযুক্তি কাজ করছে। এশিয়াতে চীনের পর বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যার প্রবৃৃদ্ধির হার বেড়ে চলেছে। এগুলো হচ্ছে গবেষণার বিষয়। এ অগ্রগতির পেছনে তথ্যপ্রযুক্তির অবদান বেশি।

নাঈম আহমদ শুভ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।