ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৬ গবেষক
গবেষণায় বিশেষ অবদান রাখায় ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় গবেষক।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাস্ট রিসার্চ সেন্টারের ১০ম বার্ষিক সম্মেলনে তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেবক কুমার সাহা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদা ইসলাম, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুল ফেরদৌস চৌধুরী, সিভিল অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রয় ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।
আরও পড়ুন: গবেষণায় অবদানে অ্যাওয়ার্ড পেলেন খুবির ৭ শিক্ষক
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. এ জেড এম মানজুর রশিদ উপস্থিত ছিলেন।
নাঈম আহমদ শুভ/আরএইচ/এমএস